প্রিয় পাঠক,
আজ মঙ্গলবার সকালে এই দুজনের সঙ্গে কথা হয় রাজশাহী শহরের ভদ্রা এলাকায়। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায়। সকালে তাঁরা শহরে কাজে এসেছেন। তবে শহরে এসে প্রতিদিন কাজ পাওয়া যায় না। আজ এই দুজন কাজ পেলেও অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন।
শহরের তালাইমারী মোড়ে কাজের সন্ধানে শ্রমজীবী মানুষ জড়ো হন। সেখান থেকে প্রয়োজনমতো অনেকে শ্রমিক নিয়ে যান। আজ সকাল ৯টার দিকে সেখানে কথা হয় চারঘাট থেকে আসা শ্রমিক শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সেই সকালে পান্তা ভাত খাইয়ে আইসেছি। সাইকেল চালায়ে আইসতে আইসতে মনে হয় শেষ হয়ে গিয়াছে পান্তা। এখনো কাজ পাচ্ছি না। সপ্তাহে কাজ পাই মোটে তিন-চার দিন। আর বাকি দিনই ফিরি যাইতে হয়। কাজ পাইলে গরম-টরম মানি। কিন্তু কাজই তো পাই না। এভাবে কাজ না পাইলে তো না খাইয়ে মরে যাব।’
ওয়েব সার্ভারে জমা রাখা তথ্য ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়েবসাইট হিসেবে গড়ে তোলা আর ব্যবহারযোগ্য করার প্রক্রিয়াই হল ওয়েব ডেভেলপমেন্ট। তাই যতদিন ওয়েবসাইট থাকবে দফ ততদিন ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদাও থাকবে। এজন্যই ওয়েব ডেভেলপারদের কাজের পরিসর বাড়ছে দিন দিন। এজন্যই আমাদের কোর্স সাজানো হয়েছে আপডেটেড মডিউল দিয়ে।
চাকরিপ্রত্যাশীদের কাছে এখন অন্যতম আকর্ষণের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা ৩০ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পান। ক্ষেত্রবিশেষে এই বয়স ৩২ বছর।
আজ মঙ্গলবার সকালে এই দুজনের সঙ্গে কথা হয় রাজশাহী শহরের ভদ্রা এলাকায়। তাঁদের বাড়ি রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায়। সকালে তাঁরা শহরে কাজে এসেছেন। তবে শহরে এসে প্রতিদিন কাজ পাওয়া যায় না। আজ এই দুজন কাজ পেলেও অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন।
শহরের তালাইমারী মোড়ে কাজের সন্ধানে শ্রমজীবী মানুষ জড়ো হন। সেখান থেকে প্রয়োজনমতো অনেকে শ্রমিক নিয়ে যান। আজ সকাল ৯টার দিকে সেখানে কথা হয় চারঘাট থেকে আসা শ্রমিক শহীদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সেই সকালে পান্তা ভাত খাইয়ে আইসেছি। সাইকেল চালায়ে আইসতে আইসতে মনে হয় শেষ হয়ে গিয়াছে পান্তা। এখনো কাজ পাচ্ছি না। সপ্তাহে কাজ পাই মোটে তিন-চার দিন। আর বাকি দিনই ফিরি যাইতে হয়। কাজ পাইলে গরম-টরম মানি। কিন্তু কাজই তো পাই না। এভাবে কাজ না পাইলে তো না খাইয়ে মরে যাব।’
ওয়েব সার্ভারে জমা রাখা তথ্য ইন্টারনেটের মাধ্যমে একটি ওয়েবসাইট হিসেবে গড়ে তোলা আর ব্যবহারযোগ্য করার প্রক্রিয়াই হল ওয়েব ডেভেলপমেন্ট। তাই যতদিন ওয়েবসাইট থাকবে দফ ততদিন ওয়েব ডেভেলপমেন্ট এর চাহিদাও থাকবে। এজন্যই ওয়েব ডেভেলপারদের কাজের পরিসর বাড়ছে দিন দিন। এজন্যই আমাদের কোর্স সাজানো হয়েছে আপডেটেড মডিউল দিয়ে।
চাকরিপ্রত্যাশীদের কাছে এখন অন্যতম আকর্ষণের নাম বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস। চার বছরের স্নাতক ডিগ্রিধারীরা ৩০ বছর বয়স পর্যন্ত বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পান। ক্ষেত্রবিশেষে এই বয়স ৩২ বছর।